ডিএসই‍‍র প্রেস বিজ্ঞপ্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়‍‍টিরও বেশি গ্রুপ ও পেজ থেকে অপপ্রচার চালানো হচ্ছে

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ০৬:৫৭ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়‍‍টিরও বেশি গ্রুপ ও পেজ থেকে অপপ্রচার চালানো হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়‍‍টিরও বেশি ফেইক বা ভুয়া গ্রুপ ও পেজ থেকে অপপ্রচার চালিয়ে শেয়ারবাজারকে অস্থিতিশীল করে ফায়দা লুটে নেয়ার অভিযোগ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

একইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গ্রুপ পরিচালনা করা হয় না জানিয়ে ডিএসই বলেছে শেয়ারবাজার নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত অপপ্রচার দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ না করারও আহবান জানিয়েছে ডিএসই।

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএসই‍‍র জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে পুঁজিবাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ বিভিন্ন গুজব ছড়াচ্ছে।

এছাড়াও বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে৷ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীগণ।

এক্ষেএে ডিএসইর নাম ব্যবহার করে যে সব ফেক বা ভূয়া অ্যাকাউন্ট বা ফেইসবুক আইডি ব্যবহার করা হচ্ছে- সেগুলো হলো ডিএসই শেয়ার আলো, ডিএসই গেম্বলিং আইটেম, শেয়ার বাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেস্টর ক্লাব, সুরাইয়া সুমি নামসহ আরও অনেক গ্রুপ রয়েছে।

ডিএসই জানায়, এই সমস্ত ফেইক আইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে ঐসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উৎসাহিত করছে। প্রকৃত পক্ষে ডিএসইতে এই ধরণের কোন গ্রুপ নেই।

ডিএসই পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিনিয়োগকারীদের অবগতির জন্য জানাচ্ছে যে, ডিএসইর একমাত্র তথ্যভান্ডার হলো ডিএসইর ওয়েব সাইট (dsebd.org)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ যদি নামসর্বস্ব গ্রপের দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিএসই কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।

Link copied!